Browse By

Tarongo Mohila Kallayan Sangshta

screenshot_90

১. পটভূমি ঃ জামালপুর জেলা একটি নদী ভাঙ্গন দরিদ্র এলাকা।এই শহরের দরিদ্র/শিক্ষার হার অনেক কম এই শহরের
জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন তথা বঞ্চিত, পিছিয়ে পড়া নিরীহ,দরিদ্র,অবহেলিত নিষ্পেষিত মহিলাদের
সার্বিক উন্নয়নের লক্ষ্যে ও বৈষম্যহীন সুন্দর সুশীল সমাজ গঠনের লক্ষ্যে ১৯৯৬ সনে সচেতন কয়েকজন মহিলা
একত্রিত হয়ে তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা নামে এই সংস্থা গঠিত হয় । বর্তমানে এই সংস্থার সাধারণ সদস্য
সংখ্যা- ৩৫ জন। শত প্রতিকূলতার মধ্যদিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে এই সংস্থা সব সময়ই সাহসী
ভূমিকা রেখে যাচ্ছে । সমাজে নারী পুরুষের সমতা ও উন্নয়নের লক্ষ্যে এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর
স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সংস্থার অন্যতম উদ্দেশ্য ।

২.সংস্থার পরিচিতি ঃ
(ক) সংস্থার নাম(বাংলা ও ইংরেজিতে) ঃ তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা,জামালপুর।
(Tarango Mohila Kallayan Shangstha)
(খ) সংস্থার প্রধানের নাম ঃ শামিমা খান।
(গ) নির্বাহী প্রধানের পদবী ঃ নির্বাহী পরিচালক।
(ঘ) জেলা পর্যায়ের কর্মকর্তার নাম ঃ মোহাম্মদ রাসেল মিয়া।
(ঙ) জেলা পর্যায়ের কর্মকর্তার পদবী ঃ প্রকল্প কর্মকর্তা।
মোবাইল নাম্বার ও ই-মেইল ঃ ০১৯৮১২৪৭০০৮,mraselm009@gmail.com
(চ) সংস্থার ঠিকানা ঃ মাতৃসদন সড়ক,জামালপুর।
প্রধান কার্যালয় ঃ মাতৃসদন সড়ক,জামালপুর।
দেশের বাহিরে অফিসের ঠিকানা ঃ প্রযোয্য নয়।
(ছ) সংস্থার প্রতিষ্ঠাকাল : ১৬ আগস্ট ১৯৯৬।
(জ) সংস্থার মূলনীতি ঃ
 নারী -পুরুষ বৈষম্য দূরকরন, নারীর ক্ষমতায়ণ ও নেতৃত্ব বিকাশ
 নারীর বিচারের প্রবেশাধিকার
 নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী শিশু পাচার রোধসহ নারীর প্রতি সহিংসতা রোধ
 পারিবারিক নির্যাতন রোধে বিনামূল্যে পরামর্শমূলক কার্যক্রম বাস্তবায়ন
 নারীর স্বাস্থ্য, শিক্ষা এবং সুরক্ষা বাস্তাবয়ন
 নারীর আত্ব-কর্মসংস্থান গড়ে তোলা এবং বৃক্ষরোপণ

(ঝ) সংস্থার ভিশন ঃ বৈষম্যহীন সুশীল ও সুন্দর সমাজ গঠন।
(ঞ) সংস্থার মিশন ঃ নারী -পুরুষ বৈষম্য দূরকরন, নারীর ক্ষমতায়ণ, সমাজ উন্নয়ন, নারীর স্বাস্থ্য – সুরক্ষা,
নারীর বিনামূল্যে আইনী বিচারের প্রবেশাধিকার , বৃক্ষরোপণ ও বিতরণ, শিক্ষা, স¦াস্থ্য,
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী শিশু পাচার রোধসহ নারীর
প্রতি সহিংসতা রোধ ও পারিবারিক নির্যাতন রোধে পরামর্শমূলক কার্যক্রমসহ সরকারী
আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সক্রিয় করণ ।
(ট) পুরস্কার ঃ
 ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ দুূর্নীতি প্রতিরোধ কমিটি অ্যাওয়ার্ড – ২০১৩।
 নারীর বান্ধন হাসপাতাল কর্মসূচী সম্মাননা স্মারক – ২০১৩।
 বিশিষ্ট নারী উদ্যোক্তা সম্মাননা -২০১৪।
 উপজেলা পর্যায়ে সফল জননী নারী ক্যাটগরিতে শ্রেষ্ঠ জয়িতা – ২০১৪।
 নারীর বান্ধন হাসপাতাল কর্মসূচী শুভেচ্ছা স্মারক – ২০১৪।
 জনগণকে তথ্যসেব প্রদানের জন্য শুভেচ্ছা স্মারক – ২০১৪।
 জনগণকে তথ্যসেব প্রদানের জন্য শুভেচ্ছা স্মারক – ২০১৫।
 জনগণকে তথ্যসেব প্রদানের জন্য শুভেচ্ছা স্মারক – ২০১৬।

screenshot_83

screenshot_84

 

 

screenshot_85

screenshot_86

screenshot_87

screenshot_88

screenshot_89