Browse By

SUS

screenshot_79

১. পটভূমি ঃ কংশ সুমেশ্বরী, মগড়া বিধৌত ও হাওর বাওর বেষ্টিত গারো পাহাড়ের পাদদেশে নেত্রকোনা জেলা। নেত্রকোনা শহরের পূর্ব পাশে শিবগঞ্জ রোডে, স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রধান কার্যালয়। মানুষকে সংগঠিত, সচেতন ও সক্রিয় করার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় পরিবর্তনের জন্য স্বাবলম্বী উন্নয়ন সমিতি ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ও চাহিদা ভিত্তিক কর্মসূচীর মাধ্যমে সংস্থা দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষ বঞ্চিত শিশু ও কিশোর কিশোরীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্তকরণ, মান সম্মত স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধীদের সমাজে পুনর্বাস পরিবেশবান্ধব কৃষি, হত দরিদ্রদের সক্ষমতা বৃদ্ধি, ভিকটিমদের আইনসেবা প্রদান সচেতনতা বৃদ্ধি, সেবাদানকারী ও সেবাগ্রহণকারীর মাঝে সেতু বন্ধন তৈরি এবং মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জন্মলগ্ন থেকেই সংস্থা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
২.সংস্থার পরিচিতি ঃ
(ক) সংস্থার নাম(বাংলা ও ইংরেজিতে) ঃ স্বাবলম্বী উন্নয়ন সমিতি (ঝধনধষধসনু টহহধুধহ ঝধসরঃু)
(খ) সংস্থার প্রধানের নাম ঃ বেগম রোকেয়া
(গ) নির্বাহী প্রধানের পদবী ঃ নির্বাহী পরিচালক
(ঘ) জেলা পর্যায়ের কর্মকর্তার নাম ঃ মোঃ মাসুদ রানা
(ঙ) জেলা পর্যায়ের কর্মকর্তার পদবী ঃ ইনচার্জ
মোবাইল নাম্বার ও ই-মেইল ঃ ০১৮৩৯৯৭৪৫৯১, লধসধষঢ়ঁৎংধনধষধসনু@ুধযড়ড়.পড়স
(চ) সংস্থার ঠিকানা ঃ সরদারপাড়া, বানাকুড়া মোড়, জামালপুর।
প্রধান কার্যালয় ঃ শিবগঞ্জ রোড, নেত্রকোনা।
দেশের বাহিরে অফিসের ঠিকানা ঃ প্রযোজ্য নয়।
(ছ) সংস্থার প্রতিষ্ঠাকাল : ১৯৮৬
(জ) সংস্থার মূলনীতি ঃ

(ঝ) সংস্থার ভিশন ঃ মানুষ একটি ন্যায়ভিত্তিক সমাজে মর্যাদার সঙ্গে বসবাস করবে।
(ঞ) সংস্থার মিশন ঃ দরিদ্রতা ও অন্যায় অবিচার দূরকরণের লক্ষ্যে গরীব ও বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সেবাসমূহ প্রদান করা।
(ট) পুরস্কার ঃ

৩. সংস্থার নিবন্ধন সংক্রান্ত তথ্য ঃ

screenshot_80

screenshot_81

screenshot_82