Browse By

ESDO

screenshot_26

১। পটভূমি পরিচিতি ঃ

ঠাকুরগাও জেলা শহরের একদল সমাজ মনস্ক, শিক্ষিত তরুণের উদ্যোগে ১৯৮৮ সালের ভয়াবহ বন্যা মোকাবেলার মাধ্যমে ইএসডিও’র জন্ম। সুচনাতে ত্রাণ কার্যক্রম পরিচালিত হলেও বন্যা শেষে স্থানীয় জনগোষ্ঠীর বিশেষতঃ বিত্তহীন ভুমিহীনদের চাহিদা নিরূপন করে সমন্বিত কার্যক্রম শুরু হয়।
২। সংস্থার পরিচিতি ঃ
ক) সংস্থার নাম (বাংলা ও ইংরেজিতে)ঃ ইকো- সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)

Eco- Social Development Organization (ESDO)

খ) সংস্থার প্রধানের নাম ঃ ড. মুহম্মদ শহীদ উজ জামান
গ) নির্বাহী প্রধানের পদবী ঃ নির্বাহী পরিচালক
ঘ) জেলা পর্যায়ের কর্মকর্তার নাম ঃ হাসান জামান টুটুল
ঙ) জেলা পর্যায়ের কর্মকর্তার পদবী ঃ সিনিয়র কো-অর্ডিনেটর (জেলা ফোকাল পার্সন)
মোবাইল নাম্বার ও ইমেইল ঃ ০১৭১৩১৪৯২৫৩, Email:  tutul.esdo@gmail.com

চ) সংস্থার ঠিকানা ঃ ইএসডিও জেলা কার্যালয়, সরদারপাড়া, বটতলা রোড, জামালপুর।
ছ) প্রধান কার্যালয় ঃ ইএসডিও প্রধান কার্যালয়,গোবিন্দনগর (কলেজপাড়া) ঠাকুরগাঁও ।
দেশের বাহিরের ঃ প্রযোজ্য নহে।
জ) সংস্থার প্রতিষ্ঠাকাল ঃ ৩ এপ্রিল ১৯৮৮
ঝ) সংস্থার মূলনীতি ঃ
সংস্থার ভিশন ঃ
আমরা এমন একটি সমতা ভিত্তিক সমাজ চাই, যেখানে আয় ও মানবীয় দারিদ্রতা থাকবে না, প্রত্যেক মানুষ পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করবে।
সংস্থার মিশনঃ ব্যাপক আয়বৃদ্ধিমূলক কার্যক্রম, প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা, স্বাস্থ্য ও পুষ্টি, মানবাধিকার ও সুশাসন এবং পরিবেশ উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে ইএসডিও’র কর্মএলাকাতে আয় ও মানবীয় দারিদ্রতা হ্রাস। ইএসডিও দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং কার্যকর ভাবে মানবাধিকার পরিস্থিতি উত্তরণ, মানবীয় মর্যাদা ও নারী-পুরুষ সমতা নিশ্চিত করণে বৃহত্তর জনগোষ্ঠির সামাজিক, অর্থনৈতিক এবং মানবীয় সামর্থায়নে কাজ করছে। সার্বিকভাবে নারী এবং বিশেষ ভাবে শিশুরা ইএসডিও’র সামগ্রীক কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দু। সকল ধরণের সেবায় অতি দরিদ্র মানুষের সুযোগ ও অধিকার প্রতিষ্ঠাই ইএসডিও’র মূল মেনিফ্যাস্টো।

রাষ্ট্রীয় স্বীকৃতি
ক্স উপানুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কর্তৃক ১৯৯৭ সালে ইএসডিওকে শ্রেষ্ঠ বেসরকারী সংস্থার পদকে ভূষিত করা হয়েছে।
ক্স সিটি ব্যাংক ২০০৬ সালে ইএসডিওকে শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি প্রদান করে।

screenshot_27

screenshot_28

 

screenshot_29

screenshot_30

screenshot_31

screenshot_32

screenshot_33

screenshot_34